কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): কোনো ব্যক্তি বিষপানে আত্মহত্যা করলে তার জানাযার ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: আত্মহত্যা করা মহাপাপ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি পাহাড়ের ওপর থেকে পড়ে আত্মহত্যা করবে, সে ঐরূপভাবে জাহান্নামের মাঝে সর্বদা নিক্ষিপ্ত হতে থাকবে। যে বিষপানে আত্মহত্যা করেছে, সেও সর্বদা ঐরূপভাবে জাহান্নামে স্বীয় হাতে বিষপানরত থাকবে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে, সে জাহান্নামের মধ্যে সর্বদা ঐরূপ ধারালো অস্ত্র দ্বারা স্বীয় হাতে নিজের পেটকে ফুঁড়তে থাকবে’ (ছহীহ বুখারী, হা/৫৭৭৮; ছহীহ মুসলিম, হা/১০৯)। সাধারণ মানুষেরা আত্মহত্যাকারীর জানাযা পড়তে পারে। তবে আলেম, দ্বীনদার ও পরহেযগার ব্যক্তিগণের তার জানাযা না পড়াই উচিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাযা পড়তেন না (ছহীহ মুসলিম, হা/৯৭৮; আবূ দাঊদ, হা/৩১৮৫)। উল্লেখ্য যে, আত্মহত্যাকারী যদি ঈমানদার হয়, তবে প্রথমে কঠোর শাস্তি ভোগের পর এক সময় সে জান্নাতে যাবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মা‘বূদ নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ মুসলিম, হা/২৬)।

প্রশ্নকারী : প্লাবন লাকী

আলোকডিহি, চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine