উত্তর : খাছ জমি মুলত সরকারের মালিকানাধীন সম্পদ। তাই এমন জমিতে মসজিদ করতে চাইলে সরকারি দায়িত্বশীলের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। মসজিদকে মালিকানামুক্ত হতে হবে। তবে সম্ভব না হলে ছালাত আদায় করতে পারে। কেননা সম্পূর্ণ যমীন-ই মসজিদ। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সমস্ত পৃথিবীকে আমাদের জন্য ছালাতের স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে....’(ছহীহ মুসলিম, হা/৫২২; ছহীহ আল জামি‘ হা/৪; মিশকাত, হা/৫২৬)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।