কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : আমার বয়স সাতাশ বছর। আমি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য কুরআন, হাদীছের সাথে সাথে আরো কিছু কিতাব পড়ছি। এখন আমি বেকার। আমি কি এখন কাজ খুঁজবো নাকি আরো কিছু জ্ঞান অর্জন করবো? কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

উত্তর: জ্ঞান অর্জনের পাশাপাশি নিজ হাতে উপার্জন করে খাওয়াই উত্তম। আল্লাহ বলেছেন, ‘যারা জানে আর যারা জানে না তারা কি উভয়ে সমান হতে পারে’ (আয-যুমার, ৩৯/৯)। (২) ‘তুমি পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন (আল-আলাক্ব, ৯৬/১)। (৩) রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞান অর্জনের খোঁজে কোনো পথ চলবে, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন (আবূ দাউদ, হা/৩৬৪১; মুসনাদে আহমাদ, হা/৮২৯৭)। (৪) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বোত্তম উপার্জন কোনটি? উত্তরে তিনি বলেছিলেন, লোক নিজ হাতে যা উপার্জন করে (মুসনাদে আহমাদ, হা/১৭২৬৫)। উক্ত কুরআনের আয়াত ও হাদীছ হতে প্রমাণিত হয় যে, জ্ঞান অর্জন করা যেমন গুরত্বপূর্ণ তেমন নিজ হাতে উপার্জন করে ভক্ষন করাও গুরুত্বপূর্ণ। তাই আপনার উচিত হবে জ্ঞান অর্জনের পাশাপাশি কর্ম ক্ষেত্রে লেগে যাওয়া।

প্রশ্নকারী : ফযলে রাব্বি

হাজীগঞ্জ, চাঁদপুর।

Magazine