কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমার প্রশ্ন হলো মহিলারা মাসিক অবস্থায় কীভাবে ছালাত আদায় করবে?

উত্তরমাসিক অবস্থায় মহিলাদের জন্য ছালাত, ছিয়াম আদায় করা জায়েয নয়। মাসিক অবস্থায় ছালাত, ছিয়াম আদায় করলেও তা সঠিক হবে না। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, আমাদেরকে ছিয়াম কাযা করার আদেশ করা হতো, কিন্তু ছালাত কাযা করার আদেশ করা হতো না (ছহীহ মুসলিম, হা/৩৩৫)। এই হাদীছটি প্রমাণ করে যে, মহিলা ছাহাবীগণ হায়েয চলাকালে ছালাত ও ছিয়াম পালন করতেন না। সুতরাং মহিলারা তাদের হায়েয শুরু হলে পবিত্র হওয়া পর্যন্ত অবশ্যই ছালাত আদায় করা থেকে বিরত থাকবেন।

প্রশ্নকারী : জহুরুল ইসালাম

গাজীপুর।


Magazine