উত্তর : চার রাকআত ফরয ছালাতের প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা এবং শেষের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পাঠ করাই যথেষ্ট। জাবির ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যোহর ও আছর ছালাতের প্রথম দুই রাকআতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষের দুই রাকআতে কেবল সূরা ফাতিহা পড়তাম (ইবনু মাজাহ, হা/৮৪৩)। আবার শেষের দুই রাকাআতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পাঠ করা যাবে (ছহীহ মুসলিম, হা/৪৫২)। আর কিরাআতের ক্ষেত্রে ফরয ছালাতের যেটা নিয়ম, সুন্নাত ছালাতেরও একই নিয়ম। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ, সেভাবেই ছালাত আদায় করো’ (ছহীহ বুখারী, হা/৬৩১)। তাই ফরয ছালাতের মতো সুন্নাত ছালাতেও শেষের দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পাঠ করতে পারে আবার শুধু সূরা ফাতিহাও পাঠ করতে পারে।
প্রশ্নকারী : সজিবুর রহমান সাজ্জাদ
গাইবান্ধা।
