কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমাদের বাজারে যে হাঁস-মুরগি ও গরু-ছাগলের গোশতের দোকান আছে সেখানে যারা এসব যবেহ করে তাদের অধিকাংশই ছালাত আদায় বা ধর্মীয় অন্যান্য বিষয় মেনে চলে না। এক্ষেত্রে তাদের কাছ থেকে গোশত ক্রয় করা যাবে কি?

উত্তর : এই ধরনের একটি পেশায় নিয়োজিত ব্যক্তিদের ছালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে গাফেল থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহকে ইলাহ এবং মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছে তারা সকলেই মুসলিম। সৎকর্ম ত্যাগ করা কিংবা পাপকর্মে লিপ্ত হওয়ার কারণে কোনো ব্যক্তি দ্বীন থেকে খারিজ হয় না, তবে ফাসিক হয় (আল-হুজুরাত, ৪৯/৯, ১০, ১৬)। তার ঈমানও কমে যায় (ছহীহ বুখারী, হা/৬৭৮২; ছহীহ মুসলিম, হা/৫৭)। তাই ছালাত পরিত্যাগকারী ব্যক্তি ফাসিক অর্থাৎ পাপাচারী। কিন্তু তার যবেহকৃত প্রাণী হারাম নয় যদি সে বিসমিল্লাহ বলে যবেহ করে। তবে তাক্বওয়ার দাবি হলো, ছালাত আদায় করে এমন ব্যক্তির দোকান থেকে মুরগি ক্রয় করা এবং যবেহ করিয়ে নেওয়া। অন্যথায় নিজে যবেহ করে নেওয়া। অনেক উলামায়ে কেরাম ছালাত পরিত্যাগকারীদের যবেহকে হারাম বলেছেন (ইবনে উছাইমীন)। ওয়াল্লাহু আ‘লাম।

প্রশ্নকারী : আবূ আব্দুল্লাহ

কুচপাড়া, রাজশাহী


Magazine