উত্তর : এশার ছালাতের পর থেকে ফজর পর্যন্ত যেকোনো সময় তাহাজ্জুদ পড়তে পারে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার ছালাত ও ফজরের ছালাতের মধ্যবর্তী সময়ে এগারো রাকআত ছালাত আদায় করতেন। এর মধ্যে এক রাকআত বিতর আদায় করতেন এবং প্রতি দুই রাকআতে সালাম ফিরাতেন। এশার ছালাতকে লোকজন ঐ সময়ে ‘আতামাহ’ বলত। মুয়াযযিন আযান দিয়ে শেষ করলে এবং ফজরের সময় স্পষ্ট হয়ে উঠলে মুয়াযযিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসত। তখন তিনি সংক্ষিপ্তভাবে দুই রাকআত ছালাত আদায় করতেন। এরপর ডান কাত হয়ে শুয়ে পড়তেন। পরে মুয়াযযিন পুনরায় ইকামতের জন্য আসত (তখন উঠে তিনি ছালাত আদায় করতেন) (ছহীহ মুসলিম, হা/৭৩৬)। তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়াই উত্তম। কেননা তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন (ছহীহ বুখারী, হা/১১৪৫)।
প্রশ্নকারী: রফিকুল ইসলাম
নাটোর।