কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ওযূর পরে নারীদের জরায়ু দিয়ে বাতাস বের হলে তাতে ওযূ ভঙ্গ হবে কি?

উত্তর : ওযূর পর জরায়ুর রাস্তা দিয়ে বাতাস বের হলে তাতে ওযূ ভঙ্গ হবে না। কারণ এটি কোনো অপবিত্র স্থান থেকে বের হয় না। তাছাড়া হাদীছে এ ব্যাপারে স্পষ্ট কোনো দলীল নেই। আর আসল বা মূল হলো পবিত্রতা। তাই ছহীহ দলীল ছাড়া ওযূ ভঙ্গ হওয়ার বিষয়ে হুকুম দেয়া যাবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ৫/২৮০মাজমূউ ফাতাওয়া ইবনু উছায়মীন, ১১/১৯৭ফাতহুল আল্লাম, ১/৩১২)

প্রশ্নকারী : আলামিন হোসেন

পাবনা।


Magazine