কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): যারা ওযূর সময় ঘাড় মাসাহ করে (যা বিদআত), তাদের ওযূ কি বাতিল হয়ে যায়? আর ওযূ বাতিল মানে কি ছালাতও বাতিল? কুরআন–হাদীছের আলোকে জানতে চাই।

উত্তর: ওযূর সময় ঘাড় মাসাহের প্রমাণে বর্ণিত হাদীছটি জাল। কাজেই ওযূর মতো গুরুত্বপূর্ণ ইবাদতে এ হাদীছ পেশ করার কোনো প্রশ্নই আসে না। ওযূতে ঘাড় মাসাহ উজ্জ্বল শরীআতে স্পষ্ট বিদআত। আর বিদআতের পরিণতি হলো, বিদআতীর ইবাদত কবুল হবে না এবং বিদআতী জাহান্নামে যাবে (আবূ দাঊদ, হা/৪৬০৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এখানে যে বিদআত করবে বা বিদআতীকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা, মানুষ এবং সকলের লা‘নত বা অভিশাপ। কিয়ামতের দিন তার কোনো ফরয আমল এবং কোনো নফল আমল কবুল করা হবে না’ (ছহীহ বুখারী, হা/৬৭৫৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا ‘যে ব্যক্তি কোনো বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে লা‘নত করেন’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিদআতীর তওবাকে আটকিয়ে রাখেন যতক্ষণ সে বিদআত পরিত্যাগ না করে’ (আল-মু‘জামুল আওসাত্ব, হা/৪২০২; ছহীহ আত-তারগীব, হা/৫৪)। ওযূতে ঘাড় মাসেহ করলে পাপ হবে। কিন্তু এটি এমন বিদআত নয় যাতে সরাসরি ছালাত বাতিল হয়ে যায়।

প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়া

ময়মনসিংহ সেনানিবাস।


Magazine