কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : আমরা জানি, মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে রেখে মানুষ ৪০ কদমঅতিক্রম করলে তার সওয়াল-জওয়াব শুরু হয়। আমার প্রশ্ন হলো, তাহলে যারাপ্রবাসে মারা যায় তাদের লাশ দেশে আসতে দীর্ঘ সময় লাগে। এক্ষেত্রে তাদেরকবরে সওয়াল-জওয়াব কখন থেকে শুরু হয়?

উত্তর : মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে রেখে মানুষ ৪০ কদম অতিক্রম করলে তার সওয়াল-জওয়াব শুরু হয়- এই কথা ভিত্তিহীন। কবরের সওয়াল-জওয়াব সম্পূর্ণ বারযাখী জীবনের বিষয়, যা কুরআন ও হাদীছ ছাড়া জানা সম্ভব নয়। আমাদের কর্তব্য হলো কুরআন ও হাদীছে যতটুকু বর্ণনা এসেছে সেগুলোর ওপর ইমান আনা, আর যেই সম্পর্কে কিছু বর্ণিত হয়নি সেগুলোর বিষয়ে চুপ থাকা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে, মৃত ব্যক্তিকে দাফন করার পরে সে জুতার আওয়ায শুনতে পায়। তারপর তার নিকটে দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। তারপর তাকে প্রশ্ন করেন (ছহীহ বুখারী, হা/১৩৭৪)। এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে দাফন করতে দেরি হলে তার সওয়াল জওয়াব কখন শুরু হবে, এই বিষয়ে আমাদেরকে কিছু জানানো হয়নি, তাই আমাদের কর্তব্য হলো এই বিষয়ে চুপ থাকা।

প্রশ্নকারী: সিরাজুল ইসলাম সালাফী

চাঁপাই নবাবগঞ্জ সদর।


Magazine