কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : মহিলারা মাথায় সুগন্ধি তেল ব্যবহার করতে পারবে কি?

উত্তর : মহিলাদের খুশবু বা সুগন্ধি হলো যার রং প্রকাশ পাবে এবং ঘ্রাণ গোপন থাকবে। আর পুরুষের খুশবু হল যার রং গোপন থাকবে আর ঘ্রাণ প্রকাশ পাবে (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭-১৮; মিশকাত, হা/৪৪৪৩, সনদ ছহীহ)। অত্র হাদীছ প্রমাণ করে নারীরা সাধারণত সুগন্ধিপূর্ণ জিনিস ব্যবহার করতে পারবে না। বরং তা পুরুষরা ব্যবহার করবে। তবে নারীরা বাড়ীতে ব্যবহার করলে তাতে দোষের কিছু নেই। কেননা পুরুষদেরকে জুম‘আর ছালাতে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহারের যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ‘যদিও তার স্ত্রীর সুগন্ধি থেকে হয়’ (ছহীহ মুসলিম, হা/৮৪৬; আবু দাঊদ, হা/৩৪৪)। হাদীছ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়, রাসূলের যুগে বাড়ীতে মহিলাদের সুগন্ধি থাকত। তবে যদি বাড়ীতে মাহরাম নয় এমন কেউ থাকে, তাহলে তা ব্যবহার করতে পারবে না। সেই সাথে সুগন্ধময় কোন কিছু ব্যবহার করে বাড়ীর বাইরে যেতে পারবে না। আবু মূসা আশ‘আরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী আতর ব্যবহার করে মানুষের পাশ অতিক্রম করল, যেন তারা তার আতরের ঘ্রাণ পায়, সে নারী ব্যভিচারিণী’ (নাসাঈ, হা/৫১২৬; ছহীহ ইবনে খুযায়মা, হা/১৬৮১)।

-মিলন হোসাইন

রহিমানপুর, ঠাকুরগাঁও।


Magazine