কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : যদি সিজারের মাধ্যমে কোনো মহিলার বাচ্চা হয় তাহলে ঐ মহিলাকে সলাত আদায় করতে হবে, কিন্তু নরমালে বাচ্চা হলে সালাত আদায় করতে হবে না বলে জনৈক আলেম ফতুয়া দিয়েছেন। উনার ফতোয়া কি ঠিক আছে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জানতে চাই।

উত্তরনা, উক্ত বক্তব্য সঠিক নয়। কেননা সিজারের মাধ্যমে বাচ্চা হলেও সেই মহিলার নিফাসের রক্ত বের হয়। আর যার নিফাস হয় সেই মহিলার জন্য ছালাত আদায় করা জায়িয নয়। উম্মু সালামাহ রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন (ছালাত ছিয়াম আদায় না করেই) বসে থাকত (তিরমিযী, হা/১৩৯)। ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীদের মধ্যে এ ব্যাপারে কোন মতভেদ নেই যে, নিফাসগ্রস্তা মহিলারা চল্লিশ দিন পর্যন্ত ছালাত আদায় করবে না। হ্যাঁ, যদি চল্লিশ দিনের পূর্বে পবিত্র হয়ে যায় তবে গোসল করে ছালাত শুরু করে দেবে (তিরমিযী, ১/২৫৬)। সুতরাং সিজারের মাধ্যমে বাচ্চা হলেও সেই মহিলাকে ছালাত আদায় করা হতে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী :  রবিউল ইসলাম

পীরগঞ্জ, রংপুর।


Magazine