কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো কী কী?

উত্তরইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো হলো- ১. চুল-লোম কাটা বা তুলে ফেলা, নখ কাটা (ছহীহ বুখারী, হা/১৫৬৬; ছহীহ মুসলিম, হা/১২২৯), ২. সুগন্ধি ব্যবহার করা (ছহীহ বুখারী, হা/১২৬৬; ছহীহ মুসলিম, হা/১২০৬), ৩. মাথা ও মুখ ঢাকা (ছহীহ বুখারী, হা/১৫৪২; ছহীহ মুসলিম, হা/১১৭৭), ৪. পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরিধান করা (ছহীহ বুখারী, হা/১৫৪২), ৫. স্থলভাগের প্রাণী শিকার করা (আল-মায়েদা, ৫/১), ৬. বিবাহ করা ও বিবাহের প্রস্তাব দেওয়া (ইবনু মাজাহ, হা/১৯৬৬) এবং ৭. স্বামী-স্ত্রী মিলন করা ও মিলন করা ছাড়া যৌনতৃপ্তি ঘটানো (মুসতাদরাক হাকেম, হা/২৩৭৫)।

প্রশ্নকারী : মুরাদ হোসেন

ঢাকা।


Magazine