কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): ঈদের ছালাতের পরে ফিতরা দিলে কি তা ফিতরা বলে গণ্য হবে?

উত্তর: ঈদের ছালাতের আগেই ফিতরা বের করতে হবে। ঈদের ছালাতের পরে আদায় করলে, তা আর ফিতরা বলে গণ্য হবে না; বরং সেটি সাধারণ দানে পরিণত হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঈদের ছালাতের পূর্বে তা আদায় করে সেটা কবুল ছাদাক্বা হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি ছালাতের পরে আদায় করে, তা সাধারণ দান হিসেবে গৃহীত হবে (আবূ দাঊদ, হা/১৬০৯)।

প্রশ্নকারী : জাহিদ হাসান

উত্তরা, ঢাকা।


Magazine