কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): মহিলারা যদি তাদের বাবা-মায়ের কবর দেখতে চায়, সেক্ষেত্রে কবরের কাছে যাওয়া যাবে কি?

উত্তর: মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয। তবে সেখানে সরবে কান্নাকাটি করা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের অনুমতি দিয়েছেন (ইবনু মাজাহ, হা/১৫৭০)। আব্দুল্লাহ বিন মুলায়কা থেকে বর্ণিত, আয়েশা রাযিয়াল্লাহু আনহা একদিন কোনো কবরের দিক থেকে আসলেন। আমি তাকে বললাম, হে উম্মুল মুমিনীন! আপনি কোথা থেকে আসছেন? তিনি বললেন, আমার ভাই আব্দুর রহমানের কবর থেকে। আমি তাকে বললাম, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবর যিয়ারত করতে নিষেধ করেননি? তিনি বললেন, হ্যাঁ, তিনি নিষেধ করেছিলেন, আবার আমাদের যিয়ারতের আদেশ দিয়েছেন (সুনানে কুবরা, হা/৭২০৭; মুসতাদরাক আলাছ ছহীহাইন, হা/১৩৯২)। তবে ঘন ঘন যিয়ারত করতে পারবে না। হাসসান ইবনু ছাবিত রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর যিয়ারতকারিণীদের অভিসম্পাত করেছেন (ইবনু মাজাহ, হা/১৫৭৪)।

প্রশ্নকারী : আহসান উজ্জামান

পূর্ব জিন্দাবাজার, সিলেট-৩১০০।


Magazine