উত্তর: হ্যাঁ, জুমআর খুৎবা মনোযোগ সহকারে শোনা ওয়াজিব। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘জুমআর দিন ইমাম খুৎবা দিচ্ছেন এমন সময় যদি তুমি তোমার পাশে থাকা ব্যক্তিকে বল, তুমি চুপ থাকো, তাহলে তুমি অনৰ্থক কাজ করলে’ (ছহীহ মুসলিম, হা/৮৫১; মুসনাদে আহমাদ, হা/৭৬৭২)। এ হাদীছ থেকে বুঝা যায়, খুৎবার সময় নীবরে মনোযোগ দিয়ে খুৎবা শোনা জরুরী। আর অন্য কাউকে চুপ থাকতে বলাও নিষেধ। ইমাম খুৎবা দিচ্ছেন এমতাস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে সে আগে দুই রাকআত সুন্নাহ আদায় করবে তারপর বসবে। সুন্নাহ আদায় না করে খুৎবা শ্রবণ করা সুন্নাহ বিরোধী কাজ। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুলায়ক আল-গাত্বফানী জুমআর দিন আসল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবা দিচ্ছিলেন। এসেই তিনি বসে পড়লেন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘উঠো, সংক্ষিপ্ত করে দুই রাকআত ছালাত আদায় করো’। তারপর তিনি বললেন, ‘যখন তোমাদের কেউ যদি খুৎবা চলাকালীন সময় জুমআয় উপস্থিত সে যেন সংক্ষিপ্ত করে দুই রাকআত ছালাত আদায় করে নেয়’ (ছহীহ মুসলিম, হা/৮৭৫; মুসনাদে আহমাদ, হা/১৪৪০৫)।
কবিরুল ফরাজী
গোপালগঞ্জ।