কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : আমাদের বাড়ি নাই ভাড়া থাকি তবে ২ই লক্ষ টাকা জমা আছে ওই টাকার কি যাকাত প্রদান করতে হবে?

উত্তর: টাকার যাকাতের নিছাব নিরূপিত হয় রৌপ্য অথবা স্বর্ণের মূল্যমান অনুসারে। এর জন্য ব্যক্তির অন্যান্য সম্পদ থাকা জরুরী নয়। রৌপ্যের নিছাব হলো ২০০ দিরহাম তথা সাড়ে বায়ান্নো তোলা বা ভরি (আবূ দাঊদ, হা/১৫৭৪)। যার বর্তমান বাজারমূল্য ৭৯৬৪২.৫ টাকা (২২ ক্যারেটের মূল্য ১৫১৭ টাকা ধরে)। তাই দুই লক্ষ টাকা থাকলে রৌপ্যের মূল্যমান অনুসারে এখন আপনার উপর যাকাত দেওয়া কর্তব্য।

প্রশ্নকারী : আহমাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর।

Magazine