কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) :শুনেছি তা’বীয ব্যবহার করা শিরক।এখন কোনো ব্যক্তি যদি তা’বীয দেয় তাহলে সে ঈমানদার থাকবে না-কি মুশরিক হয়ে যাবে?

উত্তর : তা‘বীয ব্যবহার করা শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তা’বীয লটকাল সে শিরক করল’ (মুসনাদে আহামাদ, হা/১৭৪৫৮)। আর যে ব্যক্তি তা‘বীযের ব্যবসা করে বা তা‘বীয দেয় এমন ব্যক্তিকে শিরককারী বলা যেতে পারে। কেননা অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করার পরেও শিরককারী হয়ে থাকে। এ মর্মে মহান আল্লাহ বলেন, ‘তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে’ (ইউসুফ, ১০৬)। সাথে সাথে তা’বীয দেওয়া অন্যায় কর্মে সহযোগিতার শামিল। আর অন্যায় কর্মে সহযোগিতা করা হারাম। ‘তোমরা ভালো এবং তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মিল্লাত

হাতীবান্ধা, লালমনিরহাট।


Magazine