কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : ভ্রমণ সম্পর্কে ইসলাম কী বলে? আমি যদি আমার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাই এবং ২ রাত থেকে আসি তাহলে কি এটা আমাদের জন্য জায়েয হবে? না-কি অযথা টাকা অপচয় হিসাবে গণ্য হবে। কারণ সেখানে বেড়ানো ছাড়া আমাদের কোনো কাজ নেই ।

উত্তর : ইসলাম শিক্ষণীয় ভ্রমণের বিষয়ে উৎসাহ দিয়েছে। যেই ভ্রমণে আল্লাহর সৃষ্টির মহিমা উপলব্ধি করা যায়, আল্লাহর অবাধ্য বান্দাদের পরিণাম দর্শনের মাধ্যমে মনের মধ্যে তাকওয়া বৃদ্ধি পায়, এমন ভ্রমণ প্রশংসনীয় (আল ফাতির, ৩৫/২৭ ও ২৮)। এমন ভ্রমণের বিষয়ে আল্লাহ আদেশ করেছেন (আল আন‘আম, ৬/১১)। দ্বিতীয়ত, যে ভ্রমণে নিছক আনন্দ হয়, আল্লাহভীতির পরিবর্তে শুধু দুনিয়াবী চাকচিক্য দেখা হয়, নারীদের নগ্ন-অর্ধ নগ্ন চলাফেরা ও নারী-পুরুষের অবাধ মেলামেশা দর্শন হয়, ঢোল-তবলা বাদ্যযন্ত্র বাজানো হয়, এমন ভ্রমণ আল্লাহ নির্দেশিত ভ্রমণ নয় এবং এসব ভ্রমণের পক্ষে আল্লাহর আয়াত দিয়ে দলীল পেশ করাও উচিত নয়। এমন স্থানে জরুরী প্রয়োজন ছাড়া সস্ত্রীক কিংবা একাকী ভ্রমণ করা অনুচিত। কারণ এতে চোখের যেনা হয়। দুনিয়ার মোহ, বেহায়াদের অনুকরণ ইত্যাদির প্রবণতা তৈরি হয়। সর্বোপরি এর মাধ্যমে অন্যায় ও পাপকর্মের আয়োজকদের সহযোগিতা করা হয়, যা শরীআতে নিষিদ্ধ (আল মায়েদা, ৫/২)। মনে হতে পারে, তাহলে কি ভালো মানুষেরা ঘরের ভিতরে বসে থাকবে? এর জবাব স্বয়ং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, হে আল্লাহর রাসূল! নাজাত পাওয়ার উপায় কী? তিনি বললেন, ‘জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, বাড়িতে অবস্থান করো, আর ভুল হলে কান্না করো’ (তিরমিযী, হা/২৪০৬)।

প্রশ্নকারী : মুমিনুজ্জামান

জামালপুর।


Magazine