কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): আকীকার গোশত কয় ভাগে ভাগ করতে হয়? আকীকার গোশত বাবা-মা খেতে পারবে কি?

উত্তর: আকীকার গোশত আকীকাদাতার নিজস্ব সম্পদ। সুতরাং আকীকাদাতা যা ভালো মনে করবেন তাই করতে পারেন। আকীকার গোশত শুধু বাবা-মা নয়, যে কেউ খেতে পারে। আকীকার গোশত পিতামাতা খেতে পারবে না, এটা একটা কুসংস্কার। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে দায়বদ্ধ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ থেকে আকীকা যবেহ করবে এবং তার মাথা মুণ্ডন করে নাম রাখবে’ (সুনানে আবূ দাঊদ, ২/৩৯২)।

প্রশ্নকারী : পিয়াস মাহমুদ

জামালপুর, ইসলামপুর।

Magazine