উত্তর : মহিলারা ইমামতি করলে সশব্দে নিম্নস্বরে ক্বিরাআত করবে। হাফছা রাযিয়াল্লাহু আনহা যখন ছালাত আদায় করতেন তখন ইক্বামত দিতেন (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৩৮)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নিশ্চয় তিনি আযান দিতেন, ইক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৫১৩৯, সনদ ছহীহ, আলবানী, তামামুল মিন্নাহ, পৃ. ১৫৩)। তবে একাকী ছালাত আদায় করলে নীরবে ক্বিরাআত করবে।
-তাজনুর ইসলাম, মহিশালবাড়ী, জামালপুর
ও মীর মো. আনোয়ারুল হক, ইন্দিরা রোড, ঢাকা-১২১৫।