কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): অপ্রাপ্ত বয়স্ক ছেলের ওপর কি যাকাত ফরয হবে?

উত্তর: হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক ছেলের সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার ওপরও যাকাত ফরয হবে। কেননা যাকাত ফরয হয় সম্পদের ওপর। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তাদের সম্পদের ছাদাক্বা ধনীদের নিকট হতে নেওয়া হবে আর দরিদ্রদের মধ্যে প্রদান করা হবে (ছহীহ বুখারী, হা/১৩৯৫; ছহীহ মুসলিম, হা/১৯)। এই বর্ণনা প্রমাণ করে যে, যার সম্পদ নিসাব পরিমাণ হয়, তার ওপর যাকাত ফরয হবে, হোক সে ব্যক্তি শিশু বা পাগল বা বৃদ্ধ। এমতাবস্থায় তাদের অভিভাবকরা এই যাকাত দেওয়ার দায়িত্ব পালন করবে।

প্রশ্নকারী : এনামুল হক

ঢাকা।


Magazine