কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): মেয়েদের চুড়ি পরা কি বাধ্যতামূলক?

উত্তর: মেয়েদের জন্য চুড়ি পরা বৈধ; বাধ্যতামূলক নয়। ইবনু আমর ইবনু আছ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার হাতে স্বর্ণের দুইটি চুড়ি দেখে বলেন, ‘তুমি কি এর যাকাত আদায় করেছ?’ এতে সে বলে, না। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি কি এতে খুশি হবে যে, এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে আগুনের দুইটি চুড়ি পরিধান করাবেন?’ (একথা শুনে) সে তা খুলে ফেলে বলে, এগুলো আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য (নাসাঈ, হা/২৪৭৯)। হাদীছ থেকে চুড়ি পরার বৈধতার প্রমাণ পাওয়া যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে স্বর্ণ দ্বারা রঞ্জিত দুটি চুড়ি (বালা) দেখতে পান। তখন তিনি বলেন, ‘হে আয়েশা! তোমার থেকে ঐ দুটি খুলে ফেল এবং রৌপ্যের দুটি চুড়ি (বালা) পরো’ (শারহু মুশকিলিল আছার, হা/৪৭০৬)।

প্রশ্নকারী : রায়হান আলী

সিরাজগঞ্জ।


Magazine