কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): যে সব প্রতিষ্ঠানে নিজেকে সূদের হিসাব করতে হয়, সে সব প্রতিষ্ঠানে চাকুরি করে উপার্জিত অর্থ হালাল হবে কি?

উত্তর: না, সূদী প্রতিষ্ঠানে চাকুরী করে উপার্জিত অর্থ হালাল নয়। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক এবং সূদের সাক্ষীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন তারা সবাই সমান (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। আর এমন কাজের মাধ্যমে অন্যায়কে সহযোগিতা করা হবে, যেটি নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণকর ও আল্লাহভীরুতার কাজে একে-অপরকে সহযোগিতা করো। অন্যায় ও আল্লাহদ্রোহিতার কাজে একে-অপরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মোঃ আলী হোসেন

দিনাজপুর সদর, দিনাজপুর।


Magazine