কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩):ছালাতের শেষে সালাম ফিরানোর সময় কাকে সালাম দেওয়া হয়?

উত্তর: ছালাতের শেষে সালাম দ্বারা উদ্দেশ্য করতে হবে ছালাত শেষ করা, ফেরেশতাদেরকে সালাম দেওয়া এবং পার্শ্ববর্তী মুসলিম ভাইদেরকে সালাম দেওয়া। জাবির ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায়ের শেষে ‘আসসালামু আলাইকুম’ ‘আসসালামু আলাইকুম’ বলার সময় হাত দিয়েও ইশারা করতাম। এতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের কি হলো যে, তোমরা এমনভাবে হাত দ্বারা ইশারা করছ, যেন তা অবাধ্য ঘোড়ার লেজ? তোমরা ছালাত শেষে যখন সালাম করবে, তখন ভাইয়ের দিকে মুখ করবে, হাত দ্বারা ইশারা করবে না’ (ছহীহ মুসলিম, হা/৪৩১)। অন্য বর্ণনায় আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেকের জন্য এটা কি যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রাখবে এবং ডানে ও বামে আপন ভাই-এর প্রতি সালাম দিবে’ (সুনানে নাসাঈ, হা/১৩২১)।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

 হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine