কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : গ্রামের কিছু এলাকায় দেখা যায় এবং তারা বলে থাকে, শনিবার ও মঙ্গলবার কেউ যদি মারা যায় তাহলে তার কবর পাহারা দিতে হয়- কুরআন বা ছহীহ হাদীছে এর কোনো সত্যতা আছে কি?

উত্তর : শনিবার ও মঙ্গলবার কেউ মারা গেলে তার লাশ পাহারা দেওয়ার ব্যাপারে ‍কুরআন ও হাদীছে কোনো কথা বর্ণিত হয়নি। এগুলো সামাজিক কুসংস্কার। তবে লাশ চুরি হওয়া বা লাশের সাথে কোনো ধরনের অমানবিক আচরণের সম্ভাবনা থাকলে পাহারা দিলে দিতে পারে (মাজমু লি মুহাম্মদ বিন ইবরাহীম, ৩/২০০)। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গা যেমন মৃত ব্যক্তির হাড় ভাঙ্গাও তেমন’ (আবূ দাঊদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪)।

প্রশ্নকারী : নাসিরুল ইসলাম

ঢাকা।


Magazine