কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): সান্ডা ও গুইসাপ খাওয়া কি হালাল?

উত্তর: সান্ডা বা দব হালাল প্রাণী। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দব্ব (সান্ডা) আমি খাই না আর হারামও বলি না’ (ছহীহ বুখারী, হা/৫৫৩৬)। অন্য বর্ণনায় আছে, ‘কিন্তু যেহেতু এটি আমাদের এলাকায় নেই। তাই এটি খাওয়া আমি পছন্দ করি না’। খালিদ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি সেটি টেনে নিয়ে খেতে থাকলাম। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন (ছহীহ বুখারী, হা/৫৩৯১)। তবে গুইসাপ ও সান্ডা এক প্রাণী নয়। গুইসাপের তুলনায় সান্ডার দেহ সাধারণত ছোট হয় এবং এর লেজ মোটা ও খাঁজকাটা থাকে। সান্ডা নিরীহ এবং নিরামিষভোজী। অপরদিকে গুইসাপ হিংস্র এবং মাংসাশী। গুইসাপ একটি উভচর প্রাণী, যাকে সাধারণত পুকুর, নদী বা জলাশয় এবং মাটিতেও দেখা যায়। এরা মাংসাশী এবং অনেক সময় মৃত প্রাণী খেয়ে থাকে। এজন্য গুইসাপ হালাল প্রাণী নয়।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine