কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): একজন ব্যক্তি তার স্ত্রীকে মোবাইলে মেসেজ লিখে তালাক দিয়েছে। সেকলে কথা বলতে গিয়ে বা ভয়েস রেকর্ডে তালাক দিয়েছে এমন নয়, বরং মেসেজলিখে তালাক দিয়েছে, এতে কি তালাক হিসেবে গণ্য হবে? আর এখানেও যদি তিনতালাক উল্লেখ করে তাহলে তার বিধান কী? কুরআন ও ছহীহ হাদীছের আলোকেজানতে চাই।

উত্তর: মুখের কথার চেয়ে লিখিত কথা আরো বেশি শক্তিশালী দলীল। একারণে আল্লাহ দেনা-পাওনার কথা লিখে রাখার পরামর্শ দিয়েছেন (আল-বাক্বারা, ২/২৮২)। তাই মেসেজের মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যাবে। তবে মেসেজে একসাথে তিন তালাক উল্লেখ করলে সেটা এক তালাক গণ্য হবে। কেননা একই বৈঠকে তিন তালাক কার্যকর হয় না। বরং স্ত্রীর প্রত্যেক পবিত্রতায় একটি করে তালাক দিতে হয় (আল-বাকারা, ২/২২৯)।

প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস

চাঁপাই নবাবগঞ্জ সদর।

Magazine