উত্তর: মুখের কথার চেয়ে লিখিত কথা আরো বেশি শক্তিশালী দলীল। একারণে আল্লাহ দেনা-পাওনার কথা লিখে রাখার পরামর্শ দিয়েছেন (আল-বাক্বারা, ২/২৮২)। তাই মেসেজের মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যাবে। তবে মেসেজে একসাথে তিন তালাক উল্লেখ করলে সেটা এক তালাক গণ্য হবে। কেননা একই বৈঠকে তিন তালাক কার্যকর হয় না। বরং স্ত্রীর প্রত্যেক পবিত্রতায় একটি করে তালাক দিতে হয় (আল-বাকারা, ২/২২৯)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস
চাঁপাই নবাবগঞ্জ সদর।