কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : বিভিন্ন ধরনের বিষ দিয়ে কি পোকামাকড়, মাছি ও তেলাপোকা মারা যাবে?

উত্তর : ক্ষতিকর প্রাণীকে হত্যা করাতে শরীআতে কোনো বাধা নেই। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘চারটি প্রাণী আছে, এরা সবগুলোই দুষ্ট-ক্ষতিকর। এদের হালাল কিংবা হারাম সীমানা সর্বত্রই হত্যা করা হবে। এগুলো হলো- চিল, কাক, ইঁদুর ও হিংস্র কুকুর’ (ছহীহ বুখারী, হা/১৮২৮)। যেহেতু প্রশ্নোল্লিখিত প্রাণীগুলো ক্ষতিকর. তাই সেগুলোকে যেকোনো মাধ্যমে হত্যা করাতে শারঈ কোনো সমস্যা নেই। অবশ্য আগুন দিয়ে পুড়িয়ে মারা থেকে বিরত থাকা উচিত (আবূ দাঊদ, হা/২৬৭৩)।

প্রশ্নকারী : আহমাদুল্লাহ

নাটোর।


Magazine