কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : একাধিকবার হজ্জের প্রয়োজন আছে কি?

উত্তর : হজ্জ জীবনে একবারই ফরয (সূরা আলে ইমরান ৯৭)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, হে মানবম-লী! আল্লাহ তা‘আলা তোমাদের উপর হজ্জ ফরয করেছেন। সুতরাং তোমরা হজ্জ কর। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তা কি প্রত্যেক বছরই? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, এমনকি সে তিনবার জিজ্ঞেস করল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে তা ফরয হয়ে যেত; কিন্তু তখন তোমাদের আদায় করার সাধ্য হত না। অতঃপর তিনি বললেন, তোমরা আমাকে অধিক প্রশ্ন করা থেকে বিরত থাক! কেননা, তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশি প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছে। অতএব আমি যখন তোমাদেরকে কোন বিষয়ে নির্দেশ দিব, তখন তা সাধ্যমত পালন করবে এবং যে ব্যাপারে নিষেধ করব, তা পরিত্যাগ করবে (ছহীহ মুসলিম, হা/১৩৩৭; মিশকাত হা/২৫০৫)। তবে নফল হিসাবে একাধিকবারও হজ্জ করতে পারে।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine