কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : কথিত আছে যে, উমার রাযিয়াল্লাহু আনহু ২০ রাকআত তারাবীহ চালু করেছিলেন এবং মক্কা ও মদীনায় এখনোও তা চালু আছে। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ২০ রাকআত তারাবীহ পড়েননি এবং কাউকে পড়ার নির্দেশও দেননি। অনুরূপ উমার রাযিয়াল্লাহু আনহুও ২০ রাকআত তারাবীহ পড়েননি এবং কাউকে পড়ার নির্দেশও দেননি বরং ১১ রাকআত পড়ার নির্দেশ দিয়েছিলেন (মুওয়াত্ত্বা মালেক; হা/৩৮০; মিশকাত, হা/১৩০২)। উমার রাযিয়াল্লাহু আনহু-এর যামানায় ২০ রাকআত তারাবীহ পড়া হতো বলে যে বর্ণনা এসেছে, তা নিতান্তই যঈফ এবং ২০ রাকআত তারাবীহ সম্পর্কে ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে ‘মারফূ’ সূত্রে যে বর্ণনা এসেছে তা মাওযূ বা জাল (আলবানী, হাশিয়া মিশকাত, হা/১৩০২, ১/৪০৮; ইরওয়া, ২/১৯৩, হা/৪৪৬ ও ৪৪৫-এর ব্যাখ্যা দ্র.)। এতদ্ব্যতীত ২০ রাকআত তারাবীহ সম্পর্কে আরো যে সমস্ত বর্ণনা এসেছে, তার সবগুলোই জাল কিংবা যঈফ (মিরআত, ২/২২৯, ২৩৩, হা/১৩০৮ ও ১৩১২)। উল্লেখ্য যে, সাঊদী আরবের প্রায় সব মসজিদেই ১১ রাকআত তারাবীহ পড়া হয়। মক্কা ও মদীনায় দুই ইমামের মাধ্যমে ২০ রাকআত পড়ানো হয়। এটা সরকারি ব্যাপার হতে পারে। মক্কা ও মদীনার আমল কোনো শারঈ বিধান নয়।

-নাহার

লালপুর, নাটোর।


Magazine