উত্তর: উক্ত প্রতিষ্ঠানে যদি কুরআন ও হাদীছ শিক্ষা দেওয়া হয়, তাহলে সেটি ফী সাবীলিল্লাহর অন্তর্ভুক্ত, ফলে তাতে যাকাতের টাকা দেওয়া যাবে। কেননা যাকাত পাবে আট শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ‘ছাদাক্বাসমূহ শুধুমাত্র নিঃস্ব, অভাবগ্রস্ত এবং ছাদাক্বা (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এ হলো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত (ফরয বিধান)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (আত-তাওবা, ৯/৬০)।
তবে প্রতিষ্ঠানটি সঠিক আক্বীদা ও আদর্শের ওপর পরিচালিত হয় কি-না তা যাকাতদাতার বিবেচনা করা উচিত। কেননা অনেক সময় এই দানের মাধ্যমে শিরক ও বিদআতকে সহযোগিতা করা হয়।
প্রশ্নকারী : সাইদুল ইসলাম
ময়মনসিংহ।