কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): আমার বাবা-মার অর্থনৈতিক সমস্যার কারণে আমার ও আমার ভাই-বোনদের আক্বীকা দিতে পারেননি।তারা কি এখন আক্বীক্বা করতেপারবেন? আর না করা গেলেকোনো করণীয় আছে কি?

উত্তর: সন্তান জন্মের সপ্তম দিনে পিতা-মাতার দায়িত্ব হলো পশু যবেহ করে আক্বীক্বা করা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক শিশু তার আক্বীক্বার বিনিময়ে দায়বদ্ধ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ থেকে যবেহ করবে এবং তার মাথা মুণ্ডন করে নাম রাখবে’ (সুনানে আবূ দাউদ, ২/৩৯২)। বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও সঠিক মতামত হলো, যদি কেউ সপ্তম দিনে কোনো কারণে আক্বীক্বা দিতে অক্ষম হয় তাহলে সন্তান বালেগ হওয়ার পর পিতা-মাতা আক্বীক্বা করতে পারবে না (মাজমূ ৮/৪৩১)।

প্রশ্নকারী : আরিফ বিন সাঈদ

সোনাতলা, বগুড়া


Magazine