উত্তর : প্রশ্নোল্লেখিত হাদীছটি হলো-‘একজনের খাবার দুইজনের এবং দুইজনের খাবার চারজনের জন্য এবং চারজনের খাবার আটজনের জন্য যতেষ্ট’। উক্ত হাদীছ দ্বারা উদ্দেশ্য হলো- একজনের পরিতৃপ্ততা দুইজনের খাদ্যের সমান এবং দুইজনের পরিতৃপ্ততা চারজনের খাদ্যের সমান। সাথে সাথে হাদীছে এটাও প্রমাণ করে যে, দলবদ্ধভাবে খাওয়ার মাঝে বরকত রয়েছে (তুহফাতুল আহওয়াযী, ৫/৪৪৪ পৃ.; মিরকাতুল মাফাতীহ, ৭/২৬৯৯ পৃ.)। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, উক্ত হাদীছে খাবারের ব্যাপারে সহযোগিতার প্রতি উৎস প্রদান করা হয়েছে। যদিও তা অল্প হয়, যার মাধ্যমে উদ্দেশ্য সাধিত হবে এবং খাবারে বরকত অর্জিত হবে যা উপস্থিত সকলকে অন্তর্ভূক্ত করবে (শারহুন নববী আলা মুসলিম, ১৪/২৩)।
প্রশ্নকারী : গোলাম ছামদানী
নোয়াখালী।