কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : কেউ যদি সকাল ও বিকাল সূর্যে উঠা ও ডোবার পূর্বে ১০০ বার সুবহা-নাল্ল-হ, ১০০ বারআল-হামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার ও ১০০ বার লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠকরে তাহলে, সে ১০০ উট, ১০০ জিহাদের ঘোড়া, ১০০ হজ্জ-উমরা ও ১০০ দাসমুক্ত করার নেকী লাভ করবে। এ হাদীছ কি ছহীহ?

উত্তর : প্রশ্নে উল্লিখিত হাদীছটি হাসান তথা আমলযোগ্য ও গ্রহণীয় (ইবনু মাজাহ, হা/৩৮১০; ‘হাসান’; মুসনাদে আহমাদ, হা/২৬৯৫৬; মু’জামুল কাবীর, হা/১০৭১; আল-মু’জামুল আওসাত্ব, হা/৭৬৯৪)।

-আব্দুল আলিম

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine