কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : বড় শিরক করে মারা গেলে চিরস্থায়ীজাহান্নামী। কিন্তু কেউ যদি না জেনে ছোটশিরক করে মারা যায় তাহলে কি সে জাহান্নামে শাস্তির পর জান্নাতে প্রবেশ করবে, না-কি সেও চিরস্থায়ী জাহান্নামে থাকবে?

উত্তর : ছোট শিরক কবীরা গুণাহ হলেও সেটি ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। তাই কবীরা গুণাহগার ব্যক্তি যেমন চিরস্থায়ী জাহান্নামী নয়, ঠিক তেমনই ছোট শিরককারী ব্যক্তিও চিরস্থায়ী জাহান্নামী নয়। বরং সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন’ (সূরা আন-নিসা, ৪/৪৮)। এখানে যেই শিরকের গুণাহকে ক্ষমা করা হবে না সেটি আসলে বড় শিরক। কিন্তু ছোট শিরক আয়াতে বর্ণিত আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ তাকে চাইলে ক্ষমা করবেন আর চাইলে তাকে আযাব দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং ছোট শিরককারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়।

প্রশ্নকারী :  মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine