কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : প্রচলিত আছে যে, জুমআর দিন চুপ থেকে খুৎবা শুনলে ৭ কোটি ৭ লক্ষ ৭০ হাজার নেকী হয়। উক্ত দাবী কি সঠিক?

উত্তর : উক্ত বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন। তবে জুমআর দিন মসজিদে গিয়ে সাধ্য অনুযায়ী ছালাত আদায় করে খুৎবার শেষ পর্যন্ত চুপ থেকে খুৎবা শুনলে এক জুমআ থেকে আরেক জুমআ মধ্যেকার গুনাহ এবং আরো তিন দিনের গুনাহ মাফ হওয়ার বিষয়টি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি জুমআর দিন গোসল করে মসজিদে আসে এবং সম্ভবপর কিছু ছালাত আদায় করে খুৎবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে, অতঃপর ইমামের সাথে ছালাত আদায় করে তাহলে তার দুই জুমআর মধ্যেকার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে এবং আরো তিন দিন বেশি ক্ষমা করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২০২৪)।

প্রশ্নকারী : ইউসুফ

রাজশাহী।


Magazine