কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : জনৈক ছেলের এক মেয়েকে পছন্দ হয়েছে। এখন বিয়ে ঠিক হবে। ছেলেটা যৌতুক নিবে না, কিন্তু মেয়ের বাবা খুশি হয়ে কিছু টাকা দিবেই আর ছেলের বাড়ির সবাই টাকা নিবে। এখন এ টাকা কি নেওয়া যাবে?

উত্তর: বিবাহে ছেলের কোন কিছু নেওয়া ইচ্ছা না থাকলেও, মেয়ের পিতা যৌতুক ছাড়াই স্বেচ্ছায় দিতে চাইলেও বর্তমান সমাজে যৌতুকের যে প্রথা রয়েছে তাকে প্রতিহত করার জন্য বিবাহ উপলক্ষে কোন কিছু নেওয়াও যাবে না এবং দেওয়াও যাবে না। কেননা এতে পাপের সহযোগিতা করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)। সাথে সাথে আল্লাহ ও তাঁর রাসূল অর্থ দিয়ে বিবাহ করতে বলেছেন, অর্থ নিয়ে নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তাদেরকে ন্যায়সংগতভাবে তাদের মোহর দিবে’ (আন-নিসা, ৪/২৫)। তবে বিবাহের অনুষ্ঠান ছাড়াই জামাই মেয়ের সাংসারিক জীবনকে লক্ষ্য করে কোন সময় মেয়ের পিতা মেয়েকে কোন কিছু দিতে পারে। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে সঙ্গে নিয়ে ফাতেমা রযিয়াল্লাহু আনহা-এর নিকট এলেন, যে কৃতদাসটি তিনি তাকে দান করেছিলেন। ফাতেমা রযিয়াল্লাহু আনহা-এর পরিধানে এরূপ একটি কাপড় ছিলো যা দিয়ে তিনি মাথা ঢাকলে পা দু’টিতে পৌঁছে না, আর পা ঢাকলে মাথা পর্যন্ত পৌঁছে না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ অবস্থা দেখে বলেন, ‘তোমার কোনো পাপ হবে না, কারণ এখানে তো শুধু তোমার পিতা ও তোমার কৃতদাস রয়েছে’ (আবূ-দাউদ, হা/৪১০৬, মিশকাত, হা/৩১২০)।

প্রশ্নকারী  :  রুবেল ইসলাম

দিনাজপুর।


Magazine