কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : ওয়াক্তিয়া মসজিদে আযান না দিয়ে ছালাত আদায় করে থাকি, এটা কি ঠিক হচ্ছে?

উত্তর: আযান হলো ইসলামের একটি সৌন্দর্য ও নিদর্শন। এতে অনেক ফযিলত রয়েছে। একাকী হলেও আযান দিয়ে ছালাত আদায় করতে হবে। কেননা এতে আযানের ফযিলত হাছিল হয়। মুআবিয়া রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুয়াযিযনদের গর্দান বেশি উচু হবে’ (ছহীহ মুসলিম, হা/৩৮৭; ইবনু মাজাহ, হা/৭২৫)। অন্য হাদীছে রয়েছে- মুআযিযনের আওয়ায যতদূর যাবে তার মাঝের সকল শুকনো, তরতাজা জড়বস্তু এবং ফেরেশতাগণ তার জন্য সাক্ষ্য দিবে (তারগীব, হা/২৩৪; মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৩৫১)। তাই একাকী ছালাত আদায় করুক কিংবা জামাআতে আযান ও ইক্বামত দিয়ে ছালাত আদায় করতে হবে। কেননা ছালাতের জন্য আযান ও ইক্বামত একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তিনি মসজিদে প্রবেশ করলেন তখন মানুষেরা ছালাত আদায় করে নিয়েছে। তিনি একজন ব্যক্তিকে (আযান ও ইক্বামত দেওয়ার) আদেশ করলেন। অতপর লোকটি আযান এবং ইক্বামত দিলেন (মুসান্নাফ ইবনু আবী শায়বা, ২২৯৮; তামামুল মিন্না ‘আলবানী’, ১৫০ পৃ. ‘হাদীছ ছহীহ’)।

প্রশ্নকারী : মো. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine