উত্তর : উপহার হচ্ছে যা কোনো ধরণের কামনা ছাড়া একে অন্যকে ভালোবাসার কারণে আনন্দ চিত্তে দিয়ে থাকে। আর চেয়ে নেওয়া একজন সামর্থবান ব্যক্তির জন্য লজ্জাকর। সুতরাং বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে আত্মীয়-স্বজনদের নিকট থেকে উপহার চেয়ে নেওয়া অত্যন্ত লজ্জাজনক এবং শরীয়ত সমর্থিতও নয়। হাকিম ইবনু হিযাম রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى ‘উপরের হাত (দাতার হাত) নিচের হাত (গ্রহীতার হাত) থেকে উত্তম’ (ছহীহ বুখারী, হা/১৪২৭; ছহীহ মুসলিম, হা/১০৩৩)। তবে আত্মীয়-স্বজন আনন্দ চিত্তে কিছু উপহার দিলে তা গ্রহণ করা জায়েয ও উত্তম। উল্লেখ্য যে, বন্ধুত্বের খাতিরে কিছু চেয়ে নিলে তাতে কোনো সমস্যা নেই। কেননা একজন ছাহাবী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর নিকট থেকে চাদর চেয়েছিলেন (ছহীহ বুখারী, হা/১২৭৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল মামুন
বাগমারা, রাজশাহী।