কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): ছালাতে তাওয়াররুক করা কি শুধু তিন ও চার রাকআত বিশিষ্ট ছালাতের জন্যই নির্দিষ্ট?

উত্তর: না, ছালাতে তাওয়াররুক করা শুধু তিন ও চার রাকআত বিশিষ্ট ছালাতের জন্য নয়; বরং সকল ছালাতেরই যেই তাশাহহুদে সালাম রয়েছে, সেখানে তাওয়াররুক করে বসবে, যদিও সেটি দুই রাকআত বা এক রাকআত বিশিষ্ট ছালাত হোক না কেন। কেননা আবূ হুমাইদ আস-সায়েদী রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকআতে বসতেন তখন বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন (ছহীহ বুখারী, হা/৮২৮; আবূ দাঊদ, হা/৭৩০)। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ছালাত যদি দুই রাকআত বিশিষ্ট হয়, তাহলে তাশাহহুদে তাওয়াররুক করেই বসবে (আল-মাজমূ, ৩/৪৩১)।

প্রশ্নকারী :সাখাওয়াত হোসেন মাহিম

গাজীপুর।


Magazine