কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): আমি আমাদের এক মসজিদে হানাফী ইমামের পিছনে ছালাতআদায় করি। উনি ছালাতেকোনো ভুল করলে হানাফী মাযহাবের প্রচলিত নিয়ম অনুসারে প্রথমে সাহু সিজদায় তাশাহহুদ পড়া হয়। পরবর্তীতে দুইটি সিজদা দেওয়া হয় এবং পরবর্তীতে আবার তাশাহহুদ, দরূদ ও দু‘আ মাছূরা পড়া হয়। এক্ষেত্রে আমাদের এই নিয়ম অনুসারে সাহু সিজদা দেওয়া কি ঠিক আছে কি? নাহলে আমি কীভাবে ইমামের পিছনে সাহু সিজদা দিব?

উত্তর: হাদীছের ভাষ্যমতে ছালাতে ইমামের অনুসরণ আবশ্যক। সুতরাং যখন ইমাম সিজদায়ে সাহু আদায় করবে, তখন মুক্তাদীও তা আদায় করবে। এক্ষেত্রে ইমাম যদি ফিকহে হানাফীর পদ্ধতি অনুযায়ী সিজদায়ে সাহু আদায় করে, তাহলে মুক্তাদীও সেভাবে আদায় করবে। কারণ হাদীছে ইমামের বিরোধিতা করতে নিষেধ করা হয়েছে (ছহীহ বুখারী, হা/৭২২)।

-মো. আলিন

ফুলবাড়ী, দিনাজপুর।


Magazine