উত্তর: উক্ত প্রতিষ্ঠানে যদি ইসলাম শিক্ষা দেওয়া হয়, তবে তাতে যাকাতের টাকা দেওয়া যাবে। কেননা যাকাত পাবে আট শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, ছাদাকাহসমূহ শুধুমাত্র নিঃস্ব, অভাবগ্রস্ত এবং ছাদাকাহ (আদায়ের) কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এ হল আল্লাহর পক্ষ হতে নির্ধারিত (ফরয বিধান)। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময় (আত তাওবা, ৯/৬০)।
দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইয়াতিম খাতে গরীব-মিসকীন হিসেবে এবং প্রতিষ্ঠান উন্নয়ন খাতে মহান আল্লাহর পথ হিসেবে যাকাত নিতে পারে।
প্রশ্নকারী : সাইদুল ইসলাম
ময়মনসিংহ।