কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : কোন কারণে ঈদের ছালাত ছুটে গেলে করণীয় কী?

উত্তর : কোন কারণে ঈদের ছালাত ছুটে গেলে (৭+৫=১২ তাকবীরে) দু‘রাক‘আত ছালাত আদায় করে নিবে। একবার আনাস বিন মালেক রাযিয়াল্লাহু আনহু-এর কারণ বশত ঈদের ছালাত ছুটে গেলে তিনি তার গৃহের সকলকে নিয়ে যাবীয়্যাহ নামক স্থানে শহরবাসীর ন্যায় তাকবীরসহ ছালাত আদায় করেন (ছহীহ বুখারী, ‘কারো ঈদের ছালাত ছুটে গেলে সে দু’রাক‘আত ছালাত আদায় করবে, অনুরূপ মহিলারাও এবং যারা বাড়ীতে কিংবা গ্রামে থাকে’ অনুচ্ছেদ-২৫; ‘ঈদায়েন’ অধ্যায়-১৩)।

-সাগর আলী

আলীনগর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine