কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : কোনো মহিলা কোনো পুরুষের ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়। পরবর্তীতে সেই পুরুষের সাথেই তার বিবাহ হয়। এমতাবস্থায় সেই বিবাহ কি শুদ্ধ হয়েছে? আর সেই মহিলা ব্যভিচার করে যেই সন্তান জন্ম দিল, সেই সন্তান কি সেই পুরুষের ওয়ারিছ হবে?

উত্তর : প্রথমত, ব্যভিচার একটি মহাপাপ। তাই তাদের এই মহাপাপের জন্য তওবা করতে হবে। তবে এ অবস্থাতে তাদের বিবাহ জায়েয হবে। মহান আল্লাহ বলেন, ‘ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারিণী অথবা মুশরিকা নারী ব্যতীত অন্য কাউকে যেন বিয়ে না করে এবং ব্যভিচারিণীকে ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ব্যতীত কেউ যেন বিয়ে না করে, মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে’ (আন-নূর, ২৪/৪)।

আর ব্যভিচারের মাধ্যমে জন্ম নেওয়া সেই সন্তান পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। তাকে তার মায়ের দিকে সম্পৃক্ত করা হবে ও সে তার মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি স্বাধীন মহিলার সাথে যেনা করলে এবং অবৈধভাবে সন্তান জন্ম নিলে ঐ সন্তান নিজেও উত্তরাধিকারী হবে না এবং ঐ সন্তানের সম্পদেও (মা ব্যতীত) অন্য কেউ উত্তরাধিকারী হবে না’ (তিরমিযী, হা/২১১৩)।

প্রশ্নকারী: রমজান আলী

নাটোর।




Magazine