কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : আমার বাবা পাঁচ ওয়াক্ত ছালাত পড়েন। কিন্তু ছহীহ পদ্ধতিতে পড়েন না। তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তিনি বুঝার চেষ্টা করেন না। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর : মানুষকে সঠিক দাওয়াত দিতে থাকতে হবে। আর ব্যক্তি যদি হয় আত্মীয়, তাহলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আরো বেশি। সুতরাং পিতার সম্মান-মর্যাদা ঠিক রেখে সুন্দরতম ভাষায় সঠিক পদ্ধতিতে ছালাত আদায়ের দাওয়াত দিতে থাকুন। আল্লাহ চাইলে হেদায়েত দান করবেন ইনশা-আল্লাহ। কেননা হেদায়াতের বিষয়টি আল্লাহর ক্ষমতায়। মহান আল্লাহ বলেন, ‘(হে নবী!) আপনি যাকে পছন্দ করেন, তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন’ (আল-ক্বাছাছ, ২৮/৫৬)। সেক্ষেত্রে পিতাকে সঠিক আক্বীদার আলেমদের ছালাত বিষয়ে লিখিত বইগুলো পড়ার জন্য উপহার দিতে পারেন। উল্লেখ্য যে, এ জন্য পিতার সাথে কোনো ধরনের কটু বাক্য প্রয়োগ, আচরণবিধি ভঙ্গ এবং সম্পর্ক ছিন্ন করা যাবে না (আল-ইসরা, ১৭/২৩)।

প্রশ্নকারী: সালমান হোসাইন

খুলনা।


Magazine