উত্তর: হ্যাঁ, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরে যাওয়া ও যিয়ারত করা হজ্জ্বের অংশ মনে করলে বিদআত হবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর যিয়ারত করা হাজ্জের কোনো অংশ নয়। আর যেটি হজ্জ্বের অংশ নয়, সেটিকেই হজ্জ্বের অংশ মনে করা যাবে না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্য এমন কিছু উদ্ভাবন করে, যেটি এর মধ্যে নেই, তাহলে সেটি বর্জনীয়’ (সহীহ মুসলিম, হা/১৭১৮)।
তবে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর যিয়ারত করার নিয়্যাত করা ছাড়াই কেউ মদীনাতে আসলে, সেখানে মসজিদে নববীতে ছালাত আদায় করে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবর যিয়ারত করতে পারে।
প্রশ্নকারী : হোসনে মোবারক
কুড়িগ্রাম।