কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : আমি কম্পিউটারের দোকানে কাজ করি। যারা পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি প্রিন্ট করে নিতে চায় তাদেরকে সেটা প্রিন্ট করে দেওয়া কি বৈধ হবে?

উত্তর : ছবি অঙ্কন করা, বিনা প্রয়োজনে ছবি প্রিন্ট করা, স্মৃতিস্বরূপ অ্যালবামে কিংবা ফ্রেমে বাঁধিয়ে রাখা চরম গর্হিত পাপ। ক্বিয়ামতের দিন এদেরকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহে প্রবেশ করলেন। ঐ সময় ঘরে একটি পর্দা ঝুলানো ছিল, তাতে কিছু চিত্র অঙ্কিত ছিল। এটা দেখে রাগে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। অতঃপর পর্দাটি টেনে ছিঁড়ে ফেললেন এবং বললেন, ‘ক্বিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে ঐ সকল লোকেরা, যারা এই চিত্রগুলো অঙ্কন করে’ (ছহীহ বুখারী, হা/৬১০৯; ছহীহ মুসলিম, হা/২১০৭)। তবে যেসব ক্ষেত্রে ছবি তোলা একান্ত জরুরী, সেসব ক্ষেত্রে ছবির উপরে কোনো প্রকার এডিটিং না করে ছবি প্রিন্ট করলে পাপ হবে না। আল্লাহ বলেন, ‘আর তিনি তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তবে যেসব ক্ষেত্রে তোমরা নিরুপায়, তা ব্যতীত’ (আল-আনআম, ৬/১১৯)। তবে রূযী উপার্জনের জন্য এ মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম গ্রহণ করা ভালো (মুসনাদে আহমাদ, হা/১৭৩৩২)। কেননা যা পছন্দনীয় নয় ও দৃষ্টিকটু তা পরিহার করাই উচিত।

প্রশ্নকারী : ফাইযুল ইসলাম

সাহেব বাজার, রাজশাহী।


Magazine