উত্তর : ইস্তিগফারের জন্য দিনে একশতবার আস্তাগফিরুল্লাহ পাঠ করা যাবে। আগার আল মুযানী রাযিয়াল্লাহু আনহু বলেছেন, আমার অন্তরে মরিচা পড়ে আর ওই মারিচা পরিষ্কার করার জন্য আমি দিনে একশতবার করে ইস্তিগফার পাঠ করি (ছহীহ মুসলিম, হা/২৭০২; তাবারানী, হা/৮৮৩; মুসতাদরাকে লিল হাকিম, হা/১৮৮১)। তবে অপর বর্ণনায় সত্তরের অধিকবার পড়ার কথাও এসেছে। আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,‘আল্লাহর কসম! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তওবা করি (ছহীহ বুখারী, হা/৬৩০৭; মিশকাত, হা/২৩২৩)।
প্রশ্নকারী : নাজনীন পারভীন
আক্কেলপুর, দিনাজপুর।