কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : আমি যখন বাসায় ফরয ছালাত আদায় করি তখন আমার স্ত্রী পেছনে মুক্তাদী হিসাবে ছালাত আদায় করে। এতে কি জামা‘আতের নেকী পাওয়া যাবে?

উত্তর : কারণবশত কোন ব্যক্তি তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ীতে জামা‘আত করে ছালাত আদায় করলে জামা‘আতের নেকী পাবে (ছহীহ বুখারী, হা/৬৪৫-৬৪৬; মিশকাত, হা/১০৫২)। তবে পুরুষদেরকে মসজিদে গিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে হবে এটাই শারঈ বিধান (ছহীহ বুখারী, হা/৬৪৪; মিশকাত, হা/১০৫৩; আবুদাঊদ, হা/৫৫৪; মিশকাত, হা/১০৬৬)।

-তুরাব হুসাইন

উত্তরা-১০, ঢাকা।

Magazine